সাংস্কৃতিকঃ
সাংস্কৃতিক ক্ষেত্রে খান খানা পুরের ঐতিহ্য থাকলে বর্তমানে এই প্রতিষ্ঠান গুলোর তেমন কোন কার্যক্রম চোখে পড়ে না। অথচ একসময় জমিদার মনিন্দ মহন কুন্ডু রহিনি কুমার কুন্ডু, গোপাল কুন্ডু, বাবু রাম কানাই কুন্ডু সাংস্কৃতি ক্ষেত্রে যে ইতিহাস রেখে গেছেন তা এখনও এলাকার মানুষ মনে রেখেছে।
(ক) খান খানা পুর নাট্যগোষ্ঠী
(খ) খান খানা পুর নতুন প্রজন্ম
(গ) খান খানা পুর বিচার গান শিল্পগোষ্ঠী
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস